গণমাধ্যমে বেটার স্টোরি তৈরিতে ইথিক্যাল জার্নালিজম কোর্স চালু
২০২৬ সালে গ্রাজুয়েশনের পর দাতা সংস্থার বদলে দেশীয় কোম্পানিগুলোকেই নিজেদের পরবর্তী প্রয়োজন মেটাতে হবে। তাই সরকার-এনজিও মডেলে রূপান্তর ঘটে বহুপক্ষীয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগুতে হবে। তখন সরকার আরও বেশি প্রযুক্তি ব্যবহার বারাবে। ডেটা ব্যবহার করে ব্যক্তি কর ধার্য করবে। এনজিওগুলো সামাজিক কল্যাণের জন্য আয় করার মডেলে নজর দেবে।
১৭ ডিসেম্বর, বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত একটি গোলটেবিল আলোচনায় এমনটাই জানালেন বেটারস্টোরিজ ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার।
বৈঠকে কক্সবাজারে প্রতিষ্ঠানটির মিডিয়া ফেলশিপের অভিজ্ঞতা তুলে ধরা হয়। জানানো হয়, টেকসই প্রকল্পের অধীনে তারা এবার ইথিক্যাল জার্নালিজম শেখানো শুরু করেছে। এরইমধ্যে অনলাইন প্লাটফর্ম ওস্তাদে কোর্স মডিউল প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়নে গণমাধ্যম কর্মীদের জীবনে নীতি চর্চার মাধ্যমে উন্নততর জীবন এনে দিতে চান।
আলোচনায় অংশ নেন সাংবাদিক মাহবুব কামাল, সাজ্জাদ আলম খান তপু, কাজী আজিজুর রহমান, নজরুল ইসলাম মিঠু, আহমেদ কবির, ইতি আফরোজ, ফ্যাক্ট ওয়াচ এর জুলকার নাইন, বিওপি শিক্ষক মালিহা তাবাসসুম, ভয়েস প্রকল্প পরিচালক মৃশাররাত মাহেরা।
প্রমুখ।
ডিবিটেক/ইক







