বিজয় দিবসে তেজগাঁওয়ে নজরকাড়া এয়ার শো
মহান বিজয় দিবস উপলক্ষে আকাশকে বর্ণিল করে তুলতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘এয়ার শো’।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরের দিকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আকাশজুড়ে চোখধাঁধানো কসরত দেখাচ্ছে সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টার। বেলা সাড়ে ১১টার দিকে এয়ার শো শুরু হয়। এতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো হরেক রকমের রং ছড়ায় আকাশে। সেখানে জাতীয় পতাকার লাল-সবুজ ছাড়াও অন্যান্য রং ছিল। অন্যদিকে হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।
প্রদর্শনীতে অংশ নেওয়া একাধিক উড়োজাহাজ একসঙ্গে আকাশে উড়ে বিভিন্ন লাল-সবুজ-নীল-হলুদ রঙ ছড়িয়ে দেয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে উচ্ছ্বাস। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।







