সীমিত পরিসরে বাড়ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের ব্যাপ্তি
ব্যাতিক্রমী আয়োজনে শনিবার বিটিআরসিতে বসছে ভিন্ন এক সম্মেলন

সীমিত পরিসরে হলেও খাত সংশ্লিষ্ট বহুপক্ষীয় অংশগ্রহণের মাধ্যমে ১৭ মে দেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। স্রেফ আলোচনা সভা ও সেমিনার থেকে বেরিয়ে এবার নিজেদের ডেরাতেই দিবসটিতে ঘরের ছেলেদের বৈশ্বিক সক্ষমতা ও সম্ভাবনার প্রদর্শনীর আয়োজন করেছে সরকার। আয়োজনে যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান, তরুণ উদ্ভাবক এবং খাতসংশ্লিষ্ট অভিজ্ঞজনেরাও। উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত বীরেরাও।
দৃশ্যমান পরিসর ছোট হলেও প্রভাবক ব্যাপ্তি বাড়াতে দিবসটি উপলক্ষে শুক্রবার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (MIST) মিলনায়তনে দেশের বিভিন্ন স্থান থেকে জড় হয়ে নিজেদের দক্ষতা ঝালিয়ে দেখছেন শিক্ষার্থীরা। প্রতি দলে ৪ জন করে মোট ৩৫টি দল অংশ নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের প্রায়োগিক ধারণা উপস্থাপনায়।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে দিনব্যাপী চলবে এই টেলিকম উৎসব। "ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন" প্রতিপাদ্যে উৎসবের তাই আক্ষরিক অর্থে নেই কোনো আনুষ্ঠানিকতা। ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চলমান ধারণা থেকে এবার সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে নারী-পুরুষের বলিষ্ঠ পটভূমি গঠনের পূর্ণাঙ্গ আহ্বান জানানো হচ্ছে দিবসের প্রতিটি আয়োজনে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মনে করে প্রযুক্তি ব্যবহারের প্রতিটি ধাপে “মানুষই হবে কেন্দ্রবিন্দু”-নারী বা পুরুষ নয়।”
সূত্রমতে, দিবসটি উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য মেলায় ৩১টি স্টলে সরকারি-বেসরকারি টেলিসেবা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারবেন দর্শনার্থীরা। প্রদর্শনীর মাঝেই দিবসটির ওপর একটি বিশেষ সভা হবে। সভায় আগত অতিথিদের অভ্যর্থনা জানাবেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেবেন আইটিইউ মহাসচিব ডোরিন বোগডান মার্টিন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
আয়োজক সূত্রে প্রকাশ, দিবসের বার্তা নগরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে বাংলাদেশ সচিবালয় (ভিতর ও বাহিরে), প্রেসক্লাব, প্রধান উপদেষ্টার কার্যালয়, বিজয় সরণি থেকে সামরিক যাদুঘর ও আগারগাঁও (বিটিআরসি কার্যালয় এর প্রবেশ পথ) পরিবেশ বান্ধব ব্যানারে সজ্জিত হবে। অনলাইন-প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হবে বিশেষ প্রকাশনা। টেলিযোগাযোগ খাতে দেশ ও বিদেশে বিশেষ অবদানের জন্য যোগ্য ব্যক্তি/দলকে সম্মাননা দেওয়া হবে। এছাড়াও জুলাই আন্দোলনে আহত বীরদের দেয়া হবে অ্যাসেসটিভ ডিভাইস। শুক্রবার দেখা গেলো ৩৬ জুলাইয়ের স্টল সহ বেশ স্টলগুলোর সাজসজ্জার সবশেষ প্রস্তুতি।