ব্যাংক হতে চায় পেপ্যাল
ডিজিটাল পেমেন্ট জায়ান্ট পেপ্যাল যুক্তরাষ্ট্রে নিজস্ব ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি উটাহ ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের কাছে প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত ‘পেপ্যাল ব্যাংক’ উটাহভিত্তিক একটি চার্টার্ড ইন্ডাস্ট্রিয়াল লোন কোম্পানি হিসেবে গড়ে তোলা হবে। খবর জিএসএম এরিনা।
পেপ্যালের দাবি, এই উদ্যোগ তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং কার্যক্রমের দক্ষতা বাড়াবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সুযোগ আরও ভালোভাবে সমর্থন করা সম্ভব হবে।
প্রস্তাবিত ব্যাংকটি ছোট ব্যবসার জন্য ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য সুদভিত্তিক সঞ্চয় হিসাব চালু করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের কার্ড নেটওয়ার্কগুলোর সদস্য হবে, যাতে বিদ্যমান ব্যাংকিং অংশীদারদের সঙ্গে লেনদেন ও নিষ্পত্তি কার্যক্রম আরও সহজ হয়।
পেপ্যাল জানিয়েছে, ২০১৩ সাল থেকে তারা বিশ্বব্যাপী চার লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ বিলিয়ন ডলারের বেশি ঋণ ও কার্যকরী মূলধন সহায়তা দিয়েছে। নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হলে এই সেবা আরও দ্রুত ও দক্ষভাবে দেওয়া সম্ভব হবে। কর্তৃপক্ষের অনুমোদন মিললে পেপ্যাল ব্যাংকের গ্রাহক আমানত এফডিআইসি বীমার আওতায় থাকবে।
ডিবিটেক/বিএমটি







