জাপানে গুগল লোকাল গাইডস ’র কানেক্ট লাইভে অংশ নিচ্ছেন বাংলাদেশি দম্পতি

জাপানে গুগল লোকাল গাইডস’র আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশগ্রহণ করছেন বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া গুগল লোকাল গাইডস এর আয়োজনে আগামী ২৪-২৫ জুলাই জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপস ভিত্তিক সর্ববৃহৎ গ্লোবাল ইভেন্ট ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। লোকাল গাইডস এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজনে বিশ্বের ১৯টি দেশ থেকে ৫০ জনেরও বেশি অভিজ্ঞ গুগল ম্যাপ কন্ট্রিবিউটর আমন্ত্রিত হয়ে অংশ নিচ্ছেন।
এতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি গুগল লোকাল গাইডস দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী পৃথকভাবে আমন্ত্রিত হয়েছেন, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এই আয়োজনের সম্পূর্ণ খরচ গুগল লোকাল গাইডস বহন করছে।
‘কানেক্ট লাইভ’ ইভেন্টটি গুগল ম্যাপস কমিউনিটির জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন। এতে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের ভবিষ্যৎ ফিচার ও প্রযুক্তিগত হালনাগাদ সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং সরাসরি গুগল টিমের সঙ্গে মতবিনিময় করবেন। গুগল লোকাল গাইডস হলো গুগল পরিচালিত একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে পৃথিবীর নানা প্রান্তের ভলান্টিয়াররা গুগল ম্যাপের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেন। এই গাইডরা নতুন জায়গা যোগ, তথ্য সংশোধন, রিভিউ, ছবি ও ভিডিও সংযোজনসহ বিভিন্নভাবে ম্যাপকে আরও কার্যকর ও তথ্যবহুল করে তোলেন।
২০১৬ সাল থেকে গুগল প্রতিবছর সেরা লোকাল গাইডদের নিয়ে যুক্তরাষ্ট্রে হেডকোয়ার্টারে সামিটের আয়োজন করলেও করোনা মহামারির কারণে কয়েক বছর সেটি স্থগিত ছিল। এর পরিবর্তে ২০২০ সাল থেকে গাইডদের কাজের স্বীকৃতিস্বরূপ চালু করা হয় "গাইডিং স্টার অ্যাওয়ার্ড"। পরবর্তীতে ২০২৩ সালে টোকিওতে আয়োজন করা হয় কানেক্ট মডারেটর কন্ট্রিবিউটর কনভারসেশন।
দীর্ঘদিন ধরেই গুগল কমিউনিটির সঙ্গে জড়িত এই দম্পতির সাফল্যের ইতিহাস রয়েছে। ২০১৭ সালে গুগলের আমন্ত্রণে পাভেল সারওয়ার যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগলের হেডকোয়ার্টারে এবং যোগ দেন লোকাল গাইডস সামিত ২০১৭ তে। সেখানে তাকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।তিনি ২০২১ সালে কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে "গাইডিং স্টার এওয়ার্ড" লাভ করেন।
অন্যদিকে, তার স্ত্রী সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে হেল্পফুল হিরো ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড পান। সুমাইয়া গুগল লোকাল গাইডস কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। ২০২৩ সালে টোকিওতে অনুষ্ঠিত কানেক্ট মডারেটর কনভারসেশনেও তিনি অংশ নেন।
এই দম্পতিকে নিয়ে গুগল লোকাল গাইডস একাধিকবার ফিচার করেছে। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবসে গুগল সুমাইয়াকে “বিশ্বের জন্য অনুপ্রেরণীয় নারী” হিসেবে উল্লেখ করে ফিচার প্রকাশ করে। ২০১৮ সালের ভালোবাসা দিবসে গুগল লোকাল গাইডসের ব্লগ ও ফোরামে ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে তাদের নিয়ে ফিচার করে। ২০২৩ সালের ভালোবাসা দিবস এবং বাংলা নববর্ষেও এই দম্পতিকে নিয়ে ফিচার প্রকাশ করে গুগল।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার এবং উন্নয়ন কর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী বিশ্বমঞ্চে গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, স্থাপনা, ইতিহাস এবং স্থানীয় উদ্যোগগুলো তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দৃঢ়প্রতিজ্ঞ।