ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
বদনাম ঘুচে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি!

গত সপ্তাহে ওয়ানপ্লাস নর্ড ৫ ফাইভজি এবং নর্ড সিই৫ ফাইভজি’র মোড়ক উন্মোচন করে ওয়ানপ্লাস বাংলাদেশ। প্রি-বুকিং শেষে ১৬ জুলাই, বুধবার থেকে দেশজুড়ে অনলাইন অফলাইনে পাওয়া যাচ্ছে ফোন দুটি। নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায়। আর নর্ড সিই৫ এর দাম মাত্র ৩৫,৯৯৯ টাকা।
স্ক্রিনে দাগের বদনাম মুছে ফেলে এবার অফিশিয়াল চ্যানেলে এই ফোন দুটি কিনলে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি ঘোষণা করেছে ওয়ানপ্লাস।
মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের এই ফোন দুটিকে গেমিং ফোন হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে অভিষেকে। জানানো হয়েছে, শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ সব ফিচারসহ ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা।
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম । ফোনটির ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহারে গুরুত্ব দেয়া হয়েছে।