এক টাচেই পানি থেকে সুরক্ষা মিলবে এই ফোনে

১৩ আগষ্ট, ২০২৫ ১৮:৫৮  
১৩ আগষ্ট, ২০২৫ ২২:০০  
এক টাচেই  পানি থেকে সুরক্ষা মিলবে এই ফোনে

আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধায় ভিভো নিয়ে এসেছে নতুন ফোন ওয়াই৪০০। ফোনটিতে রয়েছে ডেডিকেটেড আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড। নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, এই মোডে পানির নিচে প্রাণবন্ত মাছ, রঙিন প্রবাল অথবা পুলে সাঁতারেরে সময়ের মুহুর্তগুলো ধরে রাখা যাবে অনায়াসে। এছাড়াও ওয়েট হ্যান্ড টাচ অ্যালগরিদম থাকায় পানির নিচে বা ভেজা হাতেও এই ফোনের স্ক্রিন থাকবে পুরোপুরি রেসপনসিভ। 

অর্থাৎ পানিতে ভেজা অবস্থায় ফোনটি স্ক্রল, ট্যাপ তো করা যাবেই, সাথে পানির নিচে ছবি তোলা যাবে এর শাটার বাটন দিয়ে। শাটার বাটন ছাড়াও এর ভলিউম রকার দিয়েও ছবি তোলা বা ভিডিও করা যাবে। পাশাপাশি পানি থেকে উঠে আসার পর, ফোনের সুরক্ষার জন্য ভিভো ওয়াই৪০০-এ আছে ওয়ান টাচ ওয়াটার ইজেকশন ফিচার।

এই ফিচারের মাধ্যমে মাত্র এক টাচেই মাইক্রো ভাইব্রেশন এর মাধ্যমে ফোনের ভেতরের অবশিষ্ট পানি বের করে দিয়ে ফোনটির চার্জিং পোর্ট ও স্পিকারকে সুরক্ষিত রাখে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে ভেজা অবস্থায় ফোন চার্জ না দেওয়াই ভালো। 

যদিও ভিভো’র পক্ষে দাবি করা হয়েছে, পানি ইজেক্ট করে দেওয়ার কারণে ইলেকট্রিক শকের ভয় থাকে না, আর সাউন্ড সিস্টেম হয় একদম পরিষ্কার ও মাফল-মুক্ত।   

ভিভো বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিভো ওয়াই৪০০-এ আছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা। এতে আইপি৬৮ ও আইপি৬৯ ডুয়াল সুরক্ষা আছে বলেই আন্ডারওয়াটার ফটোগ্রাফি করা যায় সম্পূর্ণ নিশ্চিন্তে। শুধু পানির ছিটেফোঁটা নয়, গভীর পানি, বৃষ্টি অথবা ঝর্ণার পানি, ধুলোবালি, এবং আকস্মিক শক থেকেও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ফোনটি।