পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগে অনার

৭ ফেব্রুয়ারি, ২০২৫  
পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগে অনার

প্রথমবারের মতো পরিবেশবান্ধব পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ ব্যবহার শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ। বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের (বিসিএসআইআর) সনদধারী ব্যাগগুলো পচনশীল উপাদান ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যেন ব্যবহারের পর এগুলো মাটিতে প্রাকৃতিকভাবেই মিশে যাবে। সবুজ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এ উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “গো গ্রিন, গো বিয়ন্ড মন্ত্রের পাশাপাশি, টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। সবার জন্য টেকসই আগামী নিশ্চিতে ক্রেতাদের পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উজ্জীবিত করতে পেরে এবং তাদের জন্য পচনশীল ব্যাগ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ রকম ছোট ছোট পদক্ষেপই আমাদের পরিবেশে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।”

জানাগেছে, অনারের পচনশীল ব্যাগগুলো ডিন ভের্টো ও ইউনিভার্সাল লাইফ ভেরিফিকেশন সিস্টেমের (ইউএলভিএস) মতো আন্তর্জাতিক সনদও পেয়েছে। টিইউভি রাইনল্যান্ড গ্রুপের সার্টিফিকেশন বডি ডিন কের্টোর সাথে ডিন ভের্টোর এই সার্টিফিকেশন মার্ক সম্পর্কিত। ডিন কের্টো পচনশীল পণ্যের ক্ষেত্রে সনদ প্রদান করে। এ সনদ যাচাই করে জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডাইজেশন; এবং এটিকে মানদণ্ড উন্নয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করা হয়। আর ইউএলভিএস, আইএসও ১৪৮৫৫-১:২০১২ মানদণ্ড পূরণ করেছে এমন পণ্যের ক্ষেত্রেই এ সনদ প্রদান করা হয়।