৮ বিভাগে হলো ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১২  
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:১৩  
৮ বিভাগে হলো ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রতিবারের ন্যায় এবারও ৮টি বিভাগীয় শহরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো শনিবার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরিক্ষায় সকাল ১১ টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। 

এর মধ্যে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষা হয়েছে তিনটি কেন্দ্রে। কেন্দ্র তিনটি হলো সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজ। কেন্দ্রগুলোতে অংশ নেয় কয়েক হাজার পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে ১১টায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 

এবছর ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ ভর্তি-ইচ্ছুক। প্রতি সিটের জন্য ভর্তিযুদ্ধে ছিলেন ৭৭ জন শিক্ষার্থী। 

ভর্তি পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত (বর্ণনামূলক) প্রশ্নে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০; তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত (বর্ণনামূলক) প্রশ্ন ছিল। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত (বর্ণনামূলক প্রশ্ন) পরীক্ষা ৪৫ মিনিট।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।