টেলিকম নীতিমালা পরিবর্তন নয়; গাইডলাইনে স্পষ্টীকরণ করবে সরকার

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩১  
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৭  
টেলিকম নীতিমালা পরিবর্তন নয়; গাইডলাইনে স্পষ্টীকরণ করবে সরকার

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য সদ্য পাস হওয়া টেলিকম নীতিমালা ২০২৫ এর গাইডলাইনে খাত সংশ্লিষ্টদের আপত্তির বিষয় স্পষ্টিকরণ করতে যাচ্ছে সরকার। স্টেক হোল্ডার বৈঠকের মাধ্যমে তাদের কাছে পলিসিরি যেসব বিষয়ে প্রশ্ন, আপত্তি বা অস্পষ্টতা আছে তা দূর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে একাধিক অংশীজন সভার মাধ্যমে নতুন নীতিমালা করার পরও ব্যবসায়ীদের যেসব বিষয়ে বুঝতে সমস্যা আছে তা গাইড লাইনের মাধ্যমে সুস্পষ্ট করে তোলা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

টেলিকম নীতিমালা ২০২৫ পাশ হওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে  টেলিকম অ্যাড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত মত বিনিময় সভায় নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের কোনো অস্তিত্ব থাকবে না বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিযোগ করলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এমন স্পষ্টীকরণের সিদ্ধান্ত হয়েছে বলে জানাগছে। এজন্য প্রস্তুত করা হচ্ছে নীতিমালা বাস্তবায়নের গাইডলাইন। 

জানাগেছে, টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫ অনুযায়ী ফিক্সড টেলিকম সার্ভিস লাইসেন্স’ এর গাইড লাইন প্রণয়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে ১৭ সেপ্টেম্বর অংশীজন সভার আয়োজন করা হয়েছে। নীতিমালা প্রণয়ের আগেও বিটিআরসি-তে কয়েকটি বৈঠক হয়। সেখানেও নীতিমালার নানা বিষয়ে পক্ষে-বিপক্ষে আলাপ হয়েছে। কিন্তু নীতিমালা পাশ হওয়ার পর এ নিয়ে টিআরএনবি’র মত বিনিময় সভায় আইওএফ এর পক্ষ থেকে তাদের সঙ্গে আলাপ না করার অভিযোগ করা হয়। বিপরীতে একাধিক বৈঠকে অংশ নেয়া আইএসপিএবি নেতারা আলোচনার মাধ্যমেই তাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

সেই সূত্রধরেই ওইদিনই বিকেলে ফিক্সড টেলিকম লাইসেন্স নীতিমালায় মাঝারি ও ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ের লেভেল প্লেয়িং অবস্থান তৈরিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৈঠক করেছেন আইএসপিএবি’র নেতারা। সভায় ইতিবাচক আলাপ হয়েছে জানিয়ে ডিজিবাংলাটেকডট নিউজ-কে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, আইএসপি খাতের ব্যবসায়ীরা সদ্য পাশ হওয়া নীতিমালার যে ছয়টি ধারায় আপত্তি তুলে ধরেছেন তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিবেচনার আশ্বাস দিয়েছেন। আইএসপি খাতের পক্ষ থেকে শিগগিরই একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বরাবর পাঠানোর প্রস্তুতি চলছে। 

এমন আলাপের পর নীতিমালা ব্যাবসায়ী মহলে ‘দাবির মুখে টেলিকম পলিসি-২০২৫-এ সংশোধনী আসছে’ খবর রটে। তবে কী ধরণের পরিবর্তন আসছে বা কবে হবে এসব বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়ায় তথ্যানুসন্ধান শুরু করে ডিজিবাংলাটেকডটনিউজ। বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সেঙ্গে আলাপকালে লাইসেন্সিং কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে সে বিষয়টি নিশ্চিত হওয়ায় যায়নি। তবে ব্যবসায়ীদের অধিকারের মধ্যে যেনো কোনো বৈষম্য না থাকে সে বিষয়টি সরকারের গাইডলাইনে প্রধান্য পাবে বলে জানা যায়। 

এমন বিষয়ে জানাতে চাইলে নীতিমালার কোনো নড়চর হচ্ছে না বলে সাফ জানিয়েছে দিয়েছেন প্রধান উপদেষ্টার বিষেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ডিজিবাংলাটেক ডট নিউজ-কে তিনি বলেছেন, নীতিমালার কোনো পরিবর্তন হবে না। আইএসপিএবি নেতা যে সব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, তা যৌক্তিক বিবেবচনায় আমরা গাইডলাইনে বিষয়টি স্পষ্টি করণের কথা বলেছি।

প্রসঙ্গত, রবিবারের মতবিনিময় সভায় দেশের চারটি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর- ইন্টারন্যাশনাল গেটওয়ে,আইজিডব্লিউ; ইন্টারকানেকশন এক্সচেঞ্জ, আইসিএক্স; ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, আইআইজি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অফ বাংলাদেশ, আইএসপিএবি নীতিমালার নানা বৈষম্য তুলে ধরেছিলেন। সেখানে মোবাইল অপারেটরদের ফিক্সড অপারেটরদের ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করে দিয়ে তাদের পক্ষপাত এবং দেশী বিনিয়োগ সুরক্ষার পথ বন্ধ রাখার অভিযোগ করা হয়। একইসঙ্গে থানা পর্যায়ের অপারেটররা কেন ইন্টারনেট ভিত্তিক সেবা দিতে পারবে না সেই প্রশ্নও উত্থাপন করা হয়।