অক্টোবরে আসছে রিয়েলমি জিটি ৮ ও জিটি ৮ প্রো

রিয়েলমি ঘোষণা দিয়েছে, তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ জিটি ৮ আগামী অক্টোবরেই উন্মোচিত হবে। এতে থাকবে দুটি মডেল—রিয়েলমি জিটি ৮ এবং জিটি ৮ প্রো। খবর জিএসএম এরিনা।
চীনে উন্মোচনের বিষয়টি প্রতিষ্ঠানটি উইবো পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে। যদিও নির্দিষ্ট উন্মোচনের তারিখ এখনো জানানো হয়নি, তবে ইতিমধ্যেই অফিশিয়াল অনলাইন স্টোরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রি-অর্ডার শুরু হয়েছে।
প্রি-বুক করা ক্রেতারা বিশেষ সুবিধা হিসেবে ফোনের বাড়তি ওয়ারেন্টি পাবেন। পাশাপাশি কিছু ক্রেতা জিটি ৮ প্রো জেতার সুযোগও পেতে পারেন।
গুঞ্জন রয়েছে, রিয়েলমি জিটি ৮ প্রো–তে থাকবে ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে এবং অতিসংকীর্ণ বেজেল। ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড ইউনিট। ব্যাকআপের জন্য থাকছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ডিবিটেক/বিএমটি