৬ অক্টোবর ঢাবিতে বসছে আইএওআই বাংলাদেশ বাছাই পর্ব

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২১  
৬ অক্টোবর ঢাবিতে বসছে আইএওআই বাংলাদেশ বাছাই পর্ব

বাংলাদেশে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড ২০২৬-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)-এ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে ৬ষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৫ বা সমমান এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে যাচাই করার সুযোগ দিতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএওআই) ২০২৬-এর বাংলাদেশ কোয়ালিফাইং প্রতিযোগিতা। বাছাই পর্বে অংশ নিতে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিবন্ধন। 

২১শ শতাব্দীর অন্যতম প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও ব্যবসাসহ প্রতিটি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত প্রতিভা প্রদর্শন করবে এবং দেশের এআই-ভিত্তিক ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমঞ্চে পরিচিত করার পথে এক বড় পদক্ষেপ হিসেবে এটি বিবেচিত হবে।

প্রতিযোগিতাটি হবে একটি ৫ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জ, যা অনুষ্ঠিত হবে ক্যাগল প্ল্যাটফর্মে। অংশগ্রহণকারীরা এখানে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনপিএল) এবং কম্পিউটার ভিশন-সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্লেষণী ক্ষমতা, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের তরুণ শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের এআই প্রতিযোগিতার অভিজ্ঞতা দেবে। আয়োজকরা মনে করেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তুলতে সক্ষম হবে।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পনসর হিসেবে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এছাড়া, পাওয়ার্ড বাই রিভ চ্যাট এবং পৃষ্ঠপোষক হিসেবে আছে প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেন স্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত আছে রকমারি, কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।