যবিপ্রবিতে “জুলাই বিপ্লব ২০২৪” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২৬  
২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩০  
যবিপ্রবিতে “জুলাই বিপ্লব ২০২৪” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতীকী গ্রাফিতি, স্থিরচিত্র প্রদর্শনী, উপস্থিত রচনা প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার সমাপ্ত হয়েছে।

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ২২ সেপ্টেম্বর, সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই অর্জন আমাদেরকেই ধরে রাখতে হবে। আমাদের সকলকে ভালো মানুষ হতে হবে। বাংলাদেশের ইতিহাসে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যূত্থান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি নৈতিক মান সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি এবং দক্ষ মানুষ হিসেবে নিজেদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারি তবেই আমাদের এই বিজয়ের চূড়ান্ত সফলতা আসবে। আমাদের একটাই লক্ষ্য, দেশ ও বিশ্বের দরবারে যবিপ্রবিকে ভালোমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারবো। তিনি “জুলাই বিপ্লব ২০২৪” উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানান।

 

জুলাই বিপ্লব উদ্যাপন কমিটি সদস্য-সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জুলাই বিপ্লব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ওমর ফারুক, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, যবিপ্রবি স্কুল ও কলেজের শিক্ষকমন্ডলীসহ “জুলাই বিপ্লব ২০২৪” প্রতিযোগীতায় বিজয়ী বিশ্ববিদ্যালয়ের ও যবিপ্রবি স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।