ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১ সেপ্টেম্বর, ২০২৫  
ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোটেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল প্রোস্টেট ক্যান্সারের ওপর পোস্টার প্রেজেন্টেশন এবং কুইজ প্রতিযোগিতা।

আয়োজনে তুলে ধরা হয়- প্রোস্টেট ক্যান্সার হলো এমন এক অবস্থা, যেখানে পুরুষদের প্রোস্টেট গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এর লক্ষণগুলোর মধ্যে থাকতে পারে যেমন- প্রস্রাবে অসুবিধা, প্রস্রাবের গতি ধীর বা দুর্বল হয়ে যাওয়া, রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হওয়া এবং কখনও কখনও প্রস্রাবে রক্ত দেখা দেওয়া।

সেমিনারে মূলপ্রবন্ধকার এভারকেয়ার হাসপাতালের রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী বলেন, “প্রোস্টেট ক্যান্সার বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক শনাক্ত ক্যান্সার, ফুসফুস ক্যান্সারের পরেই এর অবস্থান। ২০২২ সালে বৈশ্বিকভাবে নতুন শনাক্ত পুরুষ ক্যান্সার রোগীর প্রায় ১৪.২ শতাংশই প্রোস্টেট ক্যান্সার। 

তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় প্রোস্টেট ক্যান্সারের হার ক্রমেই বাড়ছে। বয়স, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস, স্থূলতা ও জীবনধারা এই রোগের ঝুঁকি বাড়ায়। তার মতে, ৪৫৫০ বছর বয়সী পুরুষদের নিয়মিত পিএসএ টেস্ট করে স্ক্রিনিং করানো উচিত। তিনি বলেন, “প্রোস্টেট ক্যান্সার ধীরগতিতে বৃদ্ধি পায় এবং সবোর্চ্চ ধাপেও সঠিক চিকিৎসা পেলে রোগীরা দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা ও সেবায় ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় ফার্মাসিস্টরা রোগীকে সঠিকভাবে ওষুধ গ্রহণে সহায়তা, পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ, গবেষণায় অংশগ্রহণ এবং রোগী ও চিকিৎসকের মাঝে সেতুবন্ধন তৈরির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত মানসম্মত বলে উল্লেখ করেন ডা. আরমান। তিনি বলেন, “আমাদের দেশে ইতোমধ্যেই শীর্ষস্থানীয় কয়েকটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান প্রোস্টেট ক্যান্সারের ওষুধ বাজারজাত করছে, যা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে এবং রোগীরা সেগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, “আমাদের সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। রোগ লুকিয়ে রাখা বা রোগের কারণে লজ্জা পেলে তা শরীরের জন্য মারাত্মক হতে পারে। তিনি প্রোস্টেট ক্যান্সারসহ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি বলেন, “শুধুমাত্র স্বাস্থ্যবীমা দিয়ে সব কিছু সম্ভব নয়। আমাদের সবার সচেতন হতে হবে এবং এই ধরণের সচেতনতা প্রোগ্রাম বাড়াতে হবে।

 সেমিনারে বক্তব্য দেন স্কুল অফ ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন আ ফ ম ইউসুফ হায়দার। তিনি তার বক্তব্যে হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল তৈরির গুরুত্ব তুলে ধরে বলেন। তিনি বলেন, “সব হাসপাতালে দক্ষ মেডিকেল ফিজিসিস্ট থাকা প্রয়োজন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হয়েছে। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরণের কর্মসূচি সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অফ ফার্মেসির সিনিয়র লেকচারার মোহাম্মদ কাওসার শরীফ সিয়াম।

প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে প্রোস্টেট ক্যান্সার নিয়ে অনুষ্ঠিত সেমিনারটির যৌথ আয়োজক ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসি, ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং অফিস অফ কো-কারিকুলার অ্যাকটিভিজ। অনুষ্ঠানে জানানো হয়, পুরুষত্ব, স্বাস্থ্য ও দুর্বলতা নিয়ে প্রচলিত ধারণা ভেঙে সচেতনতা তৈরি, শিক্ষা বিস্তার এবং সবার মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধি করার মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি-৪ (গুণগত শিক্ষা) অর্জনে এগিয়ে যাচ্ছে।