উমামা’র ফেসবুক আইডি লক!

৯ সেপ্টেম্বর, ২০২৫  
উমামা’র ফেসবুক আইডি লক!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা তার ফেসবুক আইডি হঠাৎ ‘লক’ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, বিকেল ৪টা বাজার ১০ মিনিট আগেও আমি ফেসবুকে অ্যাকটিভ ছিলাম। কিন্তু হঠাৎ করে কেন আমার আইডি লক করে দেওয়া হলো ভাবতে পারছি না।

তিনি বলেন, আজকের এমন পরিস্থিতিতে আমার বিরুদ্ধে কারা যড়যন্ত্র করলো, তাও বুঝতে পারছি না।

এর আগে ৮ সেপ্টেম্বর, সোমবার ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ‘ডিজ্যাবল’ করে দেওয়া হয়। ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও তার ফেসবুক আইডিতে আক্রমণের অভিযোগ তুলে তা ডিঅ্যাক্টিভেট করে রাখেন। তারা উভয়েই এর পেছনে ষড়যন্ত্রকে দায়ী করেন। পরে দুজনেই আইডিই আবার সক্রিয় হয়।