ওপেনএআইকে টেক্কা দিতে এআই মডেল তৈরি করছে মাইক্রোসফট

৮ মার্চ, ২০২৫ ১৪:২১  
৮ মার্চ, ২০২৫ ১৪:২১  
ওপেনএআইকে টেক্কা দিতে এআই মডেল তৈরি করছে মাইক্রোসফট

মাইক্রোসফট নিজস্ব এআই রিজনিং মডেল তৈরি করছে, যা ওপেনএআই-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিক্রির জন্য ডেভেলপারদের কাছে উন্মুক্ত করা হতে পারে বলে দ্য ইনফরমেশন জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট ইতিমধ্যে এক্সএআই, মেটা এবং ডিপসিকের মডেল পরীক্ষা করছে, যা ওপেনএআই-এর বিকল্প হতে পারে।

ওপেনএআই-এর ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনায়, মুস্তাফা সুলেমানের নেতৃত্বে মাইক্রোসফট তার এআই বিভাগ থেকে "এমএআই" নামে একটি মডেল পরিবার তৈরি করেছে। এগুলো ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলের সঙ্গে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা রাখে।

মাইক্রোসফটের দল নতুন চেইন-অফ-থট ভিত্তিক রিজনিং মডেলও তৈরি করছে, যা জটিল সমস্যার সমাধানে উন্নত যুক্তি প্রয়োগ করবে।

প্রতিবেদন বলছে, মাইক্রোসফট তাদের এমএআই মডেল ২০২৫ সালের শেষের দিকে এপিআই হিসেবে উন্মুক্ত করার পরিকল্পনা করছে, যা ডেভেলপারদের নিজস্ব অ্যাপে সংযুক্ত করার সুযোগ দেবে।

ডিবিটেক/বিএমটি