এআই-চালিত মানবাকৃতির রোবটে নজর মেটার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআই-চালিত মানবাকৃতির রোবট তৈরির জন্য নতুন বিভাগ চালু করতে যাচ্ছে। রিয়েলিটি ল্যাবস ইউনিটের অধীনে এই বিভাগ তৈরি করা হবে, যা শারীরিক কাজের সহায়তার জন্য উন্নত রোবট তৈরিতে গবেষণা ও উন্নয়নে কাজ করবে। খবর রয়টার্স।
রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ মেমোতে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে মেটার লামা এআই মডেলের সক্ষমতা আরও বাড়ানো হবে। এর নেতৃত্ব দেবেন স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রুজের সাবেক সিইও মার্ক হুইটেন।
এতে বোঝা যাচ্ছে, এনভিডিয়া-সমর্থিত ফিগার এআই এবং টেসলার মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামছে মেটা। যদিও প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডের রোবট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে না, তবে সেন্সর, সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহ করবে।
এআই প্রযুক্তির বিকাশের ফলে রোবটিকস খাতে নতুন উদ্ভাবন ঘটছে। তবে এখনো এআই চ্যাটবটের অগ্রগতি বাস্তব বিশ্বের বোঝাপড়ায় তেমন প্রভাব ফেলতে পারেনি। মেটা দীর্ঘদিন ধরে "এম্বডিড এআই" নিয়ে গবেষণা করছে, যা ভবিষ্যতে বাস্তব জগৎ বুঝতে সক্ষম স্মার্ট এআই সহকারি তৈরিতে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি