১৮৩ এজেন্টকে সম্মাননা দিলো পাঠাও

দ্বিতীয় বারের মতো দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাওয়া ডেলিভারি এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইনবাউন্ড, ক্লাস্টার ও রিজিওনাল লিডদের সম্মাননা দিলো ডিজিটাল কুরিয়ার সেবাদাতা পাঠাও।
বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১৮৩ জন ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার দেওয়া হয়।
‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ছিলো মোটরবাইক, টিভি, ফ্রিজ, কক্সবাজার ভ্রমণ ইত্যাদিসহ মোট অর্ধ কোটি টাকার পুরস্কার।
ভাগ্যবান মোটরবাইক বিজয়ী হয়েছেন ঢাকা থেকে জুলমান হোসাইন ও আসাদুল ইসলাম, ময়মনসিংহ থেকে মোঃ তামিম ইসলাম,বরিশাল থেকে সাকিব শিকদার, মুন্সিগঞ্জ থেকে মোঃ আওলাদ হোসেন, দিনাজপুর থেকে মোঃ রাজু আহমেদ, নওগাঁ থেকে মোঃ সাইদি ইমাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, আসিফ আহমেদ, শেখ সোহানুর রহমান, মোঃ সানিউল ইসলাম সানি-সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
৭ আগস্ট পাঠাও কুরিয়ারের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি পাঠাও কুরিয়ার-এর অফিসিয়াল পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।