মিলটারিগ্রেডের আইডিয়াপ্যাড আনলো গ্লোবাল

২ আগষ্ট, ২০২৫ ১০:৫৮  
২ আগষ্ট, ২০২৫ ২২:৫৯  
মিলটারিগ্রেডের আইডিয়াপ্যাড আনলো গ্লোবাল
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই (Model: 83KD000QLK) ল্যাপটপ দেশের বাজারে এনেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। মিলিটারি গ্রেড টেস্টেড ল্যাপটপটি দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখের কোনো ক্ষতি করবে না বলে দাবি করেছে পরিবেশক প্রতিষ্ঠানটি। 
 
২ আগস্ট, শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি-সহ, ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে। এই ল্যাপটপে রয়েছে ইন্টেল এর নতুন কোর আই৩ ১০০ইউ (রেপটর লেক রিফ্রেশ) প্রসেসর, ৪.৭ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করার ক্ষমতা। সাথে আছে ৮ জিবি ডিডিআর ৫ র‍্যাম যা সর্বোচ্চ ২৪ জিবি পর্যন্ত সমর্থিত এবং জেন ৪ ৫১২ জিবি এসএসডি। 
এছাড়াও চোখের যত্নে  ১৫.৩ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে WUXGA আইপিএস ডিসপ্লেতে টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।