বিসিএস কম্পিউটার সিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২ সেপ্টেম্বর, ২০২৫  
বিসিএস কম্পিউটার সিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য অনুষ্ঠান, স্মৃতিচারণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পালিত হলো রাজধানীর আইডিবি ভবনে অবস্থিত দেশের সর্ববৃহৎ আইটি মার্কেট বিসিএস কম্পিউটার সিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

উৎসবমুখর এই আয়োজনে অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডসমূহ— এসার, ডেল, লেনেভো, গিগাবাইট,  পিসি পাওয়ারসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক ব্রান্ড। 

পাশাপাশি দেশি টেকি প্রতিষ্ঠান ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেড, স্মার্ট টেকনোলজিস,  গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন দিনব্যাপী আয়োজনে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন সিটি আইটি কমিটির ভাইস প্রেসিডেন্ট ফজলুল বারি লিটন, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল আলম, প্রচার ও প্রকাশনা সেক্রেটারি মশিউর রহমান রাজু, আইটি সেক্রেটারি আনোয়ার উর রহমান, ট্রেজারার মোসলেহ উদ্দিন ফরিদ, মার্কেটের শুভাকাঙ্ক্ষী ভুইয়া ইনাম লেলিন, স্মার্ট টেকনোলজির ডিরেক্টর জাফর আহমেদ ও মুজাহিদ আল বেরুনী সুজন সহ বিভিন্ন ব্রান্ডের বাংলাদেশ প্রতিনিধিরা।

এসময় বক্তারা বলেন, বিসিএস কম্পিউটার সিটি শুধু একটি বাজার নয়, এটি একটি ঐতিহ্য ও গৌরবের  যা  বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশ ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার মূল সহায়ক শক্তি। আগামী দিনগুলোতেও সিটি দেশের তথ্যপ্রযুক্তি বাজারকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাবে।

অনুষ্ঠানে ব্যবসায়ী, ডিলার, পার্টনার ও গ্রাহকদের প্রাণবন্ত অংশগ্রহণে বিসিএস কম্পিউটার সিটির ২৬ বছর পূর্তি উৎসব পরিণত হয় এক স্মরণীয় দিনে।