মঙ্গলগ্রহে প্রাণের সম্ভাব্য চিহ্ন পেয়েছে পারসিভিয়ারেন্স রোভার

নাসা জানিয়েছে, তাদের পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি মঙ্গলগ্রহে এমন কিছু শিলা সংগ্রহ করেছে, যা প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন বহন করছে। প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে গঠিত এসব শিলায় এমন খনিজ পাওয়া গেছে, যা সাধারণত কাদা ও জৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। খবর এনগ্যাজেট।
স্টনি ব্রুক ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী জোয়েল হুরোভিৎজের নেতৃত্বে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে এই ধরনের বিক্রিয়াগুলো অনেক সময় মাইক্রোবের কার্যকলাপের মাধ্যমে ঘটে। এসব জীবাণু জৈব পদার্থ ভক্ষণ করে এবং এর উপজাত হিসেবে ভিভিয়ানাইট ও গ্রেইজাইটের মতো খনিজ তৈরি করে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি শুধু সম্ভাব্য বায়োসিগনেচার, এখনো জীবনের চূড়ান্ত প্রমাণ নয়।
গবেষকদের ধারণা, যে স্থানে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে তা একসময় নদী ও হ্রদের মিলিত অঞ্চল ছিল। ফলে সেখানে প্রচুর পরিমাণে পানি থাকার সম্ভাবনা রয়েছে।
পারসিভিয়ারেন্স ২০২১ সাল থেকে মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং শিলা ও ধূলিকণা সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার মঙ্গলগ্রহে জীবনের ইতিহাস অনুসন্ধানে এক বড় পদক্ষেপ হলেও, সত্যিকার প্রমাণ পেতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
ডিবিটেক/বিএমটি