দরজায় কড়া নাড়ছে বিপিও সম্মেলন

ষষ্ঠ আসরে আত্মপ্রকাশ করবে ফ্রিল্যান্সার ফোরাম, মিলবে চাকরি

১৯ জুন, ২০২৫ ০১:৩৬  
১৯ জুন, ২০২৫ ০২:১৯  
ষষ্ঠ আসরে আত্মপ্রকাশ করবে ফ্রিল্যান্সার ফোরাম, মিলবে চাকরি

আগামী ২১ জুন নতুন ঠিকানায় বসছে ষষ্ঠ বিপিও সম্মেলন। রাজধানীর মিরপুরের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিতব্য জাতীয় এই সম্মেলনে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজেদের অবস্থান সুসংহত করা এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিতে ঘরের রেমিটেন্স যোদ্ধাদের পথরেখা তৈরি। সামিটেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাক্বো ফ্রিল্যান্সার ফোরাম (বিএফএফ)।  ক্যারিয়ার ফেস্টে অন স্পট ১০০ জন ছাড়া পর্যায়ক্রমে হাজারের মতো ফ্রিল্যান্সারকে চাকরি দেয়া হবে সম্মেলন থেকে। 

আয়োজক সূত্রে প্রকাশ, ২দিনে ৯টি সেশনে কিনোট উপস্থাপন কনরবেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে ব্যস্ততার কারণে সম্মেলনে যোগ দিতে না পারায় এরই মধ্যে ‍দুঃখ প্রকাশ করেছেন আলীবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা। তবে একটি ভিডিও বার্তা পাঠাতে পারেন তিনি। 

শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী এবং তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মাদ আনোয়ার উদ্দিন এবং বাক্কো সাধারণ সম্পাদক ফয়সাল আলীম। উপস্থিত থাকবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম।

সম্মেলনটি সবার জন্য উন্মুক্ত থাকছে জানিয়ে তানভীর ইব্রাহীম জানান, দুই দিন ধরে আলাপ-আলোচনা কিংবা কর্মশালা ছাপিয়ে এবার সম্মেলনে স্থান পাচ্ছে ইনোভেশন জোন। সেখানে দেশে তৈরি ড্রোন, সাবমেরিন ও রোবট উদ্ভাবকদের সম্মিলন ও প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়াও ফ্রিল্যান্সার বিষয়ক সম্মেলনে থাকছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ফাইবার টপ রেটেডে ফ্রিল্যান্সার মীর স্নিগ্ধ। এই সেশনের যোগ দেয়ার জন্য এরই মধ্যে নাম নিবন্ধন শুরু হয়েছে।  

তিনি বলেন, এই সম্মেলনটি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ইনোভেশনে বৈশ্বিক সম্ভাবনে আলিঙ্গনের দুয়ার খুলে দেবে বলে আমার বিশ্বাস। 

বিজনেস প্রসেস আউটসোর্সিং নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্মেলনে সভা-সেমিনার ও প্রদর্শনীর পাশাপাশি থাকছে চাকরি বিশ্বদ্যালয় থেকে সদ্য উত্তীর্ণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী তরুণদের জন্য বিশেষ সুযোগ। বাক্কো সচিবালয় সূত্র জানিয়েছেম এবার অন স্পট ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের সুযোগ পাবেন ১০০ জন চাকরি প্রত্যাশী। এজন্য সম্মেলনে গিয়ে তাদের সিভি জমা দিয়ে ভাইভার ‍মুখোমুখি হতে হবে।  

সম্মেলনের প্রধান আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো)  কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলাপকালে জানাগেছে, সম্মেলন প্রাঙ্গন সাজানোর প্রস্তুতি প্রায় শেষে দিকে। সম্মেল প্রাঙ্গনে সহ আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিপিসি ও বিটিআরসি’র প্যাভিলিয়ন ছাড়াও ৩০টি দেশি ও আন্তর্জাতিক বিপিও প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করবে। স্থানীয় বিপিওদের মধ্যে সম্মেলনে অংশ নিচ্ছে সাইনার্জি বিজনেস সল্যুশন, ব্রোটিকস টেকনোলজিস, স্কাইটেক গ্লোবাল,রকি ডায়ালার, ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট, আকিজ টেলিকম এএসকে টেলিকম, আয়েশা সার্ভিসেস, ইগনাইট টেক সলিউশন, উইসিবি, এডিএন টেলিকম, অ্যাডনিস গ্রুপ, টেকনো, কো পিসি ইত্যাদি প্রতিষ্ঠান। 

এছাড়াও সম্মেলন প্রাঙ্গনে উপগ্রহভিত্তিক ইন্টারনেট স্টারলিংক এর এক্সপেরিয়েন্স জোন করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এখানে ইচ্ছে মতো বেতার সংযোগের উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন দর্শনার্থীরা। 

সম্মেলনের শেষ প্রস্তুতি বিষয়ে বিপিও সামিট ২০২৫ এর আহ্বায়ক মুসনাদ ই আহমদ বলেছেন, এই সম্মেলন থেকে বিপিও সেবার উদ্ভাবনীতে অভ্যূত্থান ঘটাতে করণীয় নিয়ে এই খাতের উদ্যোক্তা, পরামর্শক ও নীতি নির্ধারকদের সঙ্গে এবার বিনিয়োগকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে আউটসোর্সিং শিল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের সমস্যা, সম্ভাবনা ও সফলতার গল্পও তুলে ধরা হবে। আশা করা হচ্ছে ১৫টি দেশের প্রযুক্তিবিদ ও বিনিয়োগকারীরা এই সম্মেলনে অংশ নেবেন। আমরা সম্মেলনে প্রাথমিক ভাবে ১০০ জনকে চাকরি দেয়ার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই বিটিও’র ওয়েব সাইটে সার্কুলার দিচ্ছি। তবে আমার মনে হয় এই সংখ্যা ১০০০ ছাড়িয়ে যাবে। 

এদিকে সম্মেলনে তরুণদের আকৃষ্ট করতে এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়য়ে অ্যক্টিভেশন প্রোগ্রাম করছে বাক্কো। সবশেষ ১৮ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার। সেমিনারে আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগগুলো নিয়ে আলোচনা করা হয়। শতাধিক শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সেমিনারে ক্যারিয়ার সংশ্লিষ্ট একটি উপস্থাপনা দেন  "কাজ৩৬০" অনলাইন মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা এবং পেওনিয়ারের অ্যাম্বাসেডর এমরাজিনা ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস ডিন ড. এ কে এম ওয়ারেসুল কবির, মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস অনুষদের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মোঃ মামুন; বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমদ, পরিচালক আবু দাউদ খান, আবুল খায়ের, জায়েদ উদ্দীন আহমেদ এবং সায়মা শওকত।