দুইটি ভ্যারিয়েন্টে বাংলাদেশের তৈরি রিয়েলমি’র ফোন রিয়েলমি নোট ৭০ বাজারে ছাড়ার পর চলছে হটসেল। বিশেষ অফারে এখন ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১ হাজার ৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১২ হাজার ৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য) ধরা হযেছে।
৬ সেপ্টেম্বর, শনিবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন রিয়েলমি বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিদিনই রিয়েলমির রিটেইল শপে ক্রেতাদের ভীড়ের কথাও জানিয়েছে তারা।
মেবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, রিয়েলমি নোট ৭০ এ থাকা ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারেরব্যাটারিটি মাত্র ১ ঘণ্টা চার্জে ফোনটিকে ২ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী রাখবে। ডিভাইসটিতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। কল, ফটো বা এডিটিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে এআই নয়েজ রিডাকশন কল ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজ ম্যাটিং ও এআই ইরেজারের মতো ফিচার ব্যবহার করা হয়েছে।