জার্মানিতে রোবোট্যাক্সির পরীক্ষা চালাবে উবার ও মোমেন্টা

৮ সেপ্টেম্বর, ২০২৫  
জার্মানিতে রোবোট্যাক্সির পরীক্ষা চালাবে উবার ও মোমেন্টা

রাইড-হেইলিং প্রতিষ্ঠান উবার ও চীনা স্বচালিত গাড়ি নির্মাতা মোমেন্টা ঘোষণা দিয়েছে, তারা ২০২৬ সালে জার্মানির মিউনিখে রোবোট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু করবে। এটি হবে ইউরোপের মূল ভূখণ্ডে তাদের প্রথম জনসমক্ষে ঘোষিত উদ্যোগ। শুরুতে এসব গাড়িতে মানব নিরাপত্তা অপারেটর থাকবেন, প্রয়োজনে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। খবর টেকক্রাঞ্চ।

মোমেন্টা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সাল থেকে চীনে স্বচালিত গাড়ির পরীক্ষা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি বর্তমানে জার্মান ব্র্যান্ড মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ও অডির সঙ্গে অংশীদারিত্বে উন্নত ড্রাইভার সহায়ক ব্যবস্থা (এডিএএস) সরবরাহ করছে, যা ইতোমধ্যেই চার লাখ গাড়িতে ব্যবহার হচ্ছে।

উবার জানিয়েছে, মিউনিখকে বেছে নেওয়ার কারণ শহরটির প্রকৌশল ঐতিহ্য ও শক্তিশালী গাড়ি শিল্প। সিইও দারা খসরোশাহি বলেন, “শতাব্দীরও বেশি সময় ধরে জার্মানি বৈশ্বিক গাড়ি শিল্পকে নেতৃত্ব দিয়েছে, এখন মিউনিখ স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়ে তুলবে।”

ইউরোপীয় বাজারে উবারের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিফট ও বাইদু যৌথভাবে আগামী বছর জার্মানি ও যুক্তরাজ্যে রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে।

ডিবিটেক/বিএমটি