পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৬  
পোভা সিরিজ নিয়ে আসছে টেকনো

৫জি মোবাইল নেটওয়ার্ক উপভোগের জন্য বাংলাদেশে নিজেদের নতুন ‘পোভা সিরিজ’ আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এই সিরিজটি দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য উন্নতমানের পারফরম্যান্স, অত্যাধুনিক ফিচার এবং গেম-চেঞ্জিং প্রযুক্তি হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে টেকনো বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে ঠিক কবে এই ফোনটি অবমুক্ত করা হবে তার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। 

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোভা সিরিজ সম্প্রতি তাদের ডিজাইনের জন্য নিউ ইয়র্ক প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ডেন অ্যাওয়ার্ড এবং লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ডসে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জিতেছে। এই সিরিজের একটি মডেলকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

টেবনো বলছে, নতুন পোভা সিরিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, অত্যাধুনিক ডিজাইন এবং হাই পারফরম্যান্স সরবরাহ করতে পারে।  রবি আজিয়াটা এবং গ্রামীণফোনের বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালুর মাধ্যমে এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ৫জি যুগে প্রবেশ করেছে। এই যাত্রাকে সম্পূর্ণ করতে টেকনো তাদের এই সিরিজ নিয়ে প্রস্তুত, যা একটি সম্পূর্ণ ৫জি লাইনআপ এবং পরবর্তী প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য তৈরি।  

উন্মোচন হতে যাওয়া নতুন ফোনের ছবি দেখে বোঝা গেছে এর পেছনে দুইটি ক্যামেরা বসানো থাকছে দুই প্রান্তে।