দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন

১১ সেপ্টেম্বর, ২০২৫  
দুই দিনে ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউসিবি’র অনলাইন লেনদেন

দুই দিনে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সব ধরনের ডিজিটাল কার্যক্রম। ১২ সেপ্টেম্বর, শুক্রবার রাত ২টা থেকে সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত এবং ১৩ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত লেনদেনের কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। 

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে গ্রাহকরা ইউ-নেট ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএমসহ সব এডিসি সেবা, এজেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ব্যবহার করতে পারবেন না।

সেবার মান বাড়াতে নির্ধারিত সময়ে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করতেই এই সাময়িক ভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।