২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার হবে এক ট্রিলিয়ন ডলার

১৪ সেপ্টেম্বর, ২০২৫  
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার হবে এক ট্রিলিয়ন ডলার

বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার ২০২৪ সালের ৬২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা দিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি)। প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক গড়ে ৮.৬ শতাংশ হারে এই প্রবৃদ্ধি হবে। খবর এএনআই।

খবরে বলা হয়, এআই, অটোমোটিভ, স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের ক্রমবর্ধমান চাহিদাই বাজার বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে। এর মধ্যে সার্ভার ও নেটওয়ার্ক চিপস সবচেয়ে দ্রুত বাড়বে, যার বার্ষিক প্রবৃদ্ধি হবে ১১.৬ শতাংশ। জেনারেটিভ এআই ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদাই এই খাতকে এগিয়ে নেবে।

অন্যদিকে, বৈদ্যুতিক যানবাহন ও স্বচালিত প্রযুক্তির প্রসারে অটোমোটিভ সেমিকন্ডাক্টরের বার্ষিক প্রবৃদ্ধি হবে ১০.৭ শতাংশ।

তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ভূরাজনৈতিক টানাপোড়েন, রপ্তানি নিষেধাজ্ঞা ও বাণিজ্য জোটের পরিবর্তনের কারণে সরবরাহ শৃঙ্খলে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র চিপ ডিজাইনে এগিয়ে থাকলেও, উৎপাদনে এশিয়া শীর্ষে রয়েছে এবং প্যাকেজিং প্রযুক্তিতে দক্ষিণ-পূর্ব এশিয়া নতুন কেন্দ্র হিসেবে উঠে আসছে।

ডিবিটেক/বিএমটি