টেনসেন্টে যোগ দিলেন সাবেক ওপেনএআই গবেষক ইয়াও শুনইউ

চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শক্তি বাড়াতে সাবেক ওপেনএআই গবেষক ইয়াও শুনইউকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইয়াও টেনসেন্টের বিভিন্ন সেবায় এআই একীভূতকরণের কাজে নেতৃত্ব দেবেন। খবর ব্লুমবার্গ।
ইয়াও শুনইউ এর আগে গুগল ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। তিনি এআই এজেন্টস নিয়ে প্রায় ১০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। চিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর প্রিন্সটন থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেনসেন্টে যোগ দেওয়ার জন্য ইয়াও’র পারিশ্রমিক প্যাকেজ ১০০ মিলিয়ন ইয়ান (প্রায় ১৪ মিলিয়ন ডলার) ছাড়িয়ে যেতে পারে। তবে টেনসেন্ট তাদের উইচ্যাট অ্যাকাউন্টে এ বিষয়কে আংশিকভাবে ‘গুজব’ বলে মন্তব্য করেছে, যদিও বিস্তারিত কিছু জানায়নি।
বিশ্বজুড়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই গবেষক ও বিশেষজ্ঞদের দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছে। এজন্য তারা আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দিচ্ছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।
ডিবিটেক/বিএমটি