মধ্য রাতে বাংলাদেশের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

কলাবাগান মাঠে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার আয়োজন

৭ সেপ্টেম্বর, ২০২৫  
৭ সেপ্টেম্বর, ২০২৫  
কলাবাগান মাঠে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার আয়োজন

বিশ্বের বিভিন্ন দেশে ৭ সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না। 

আর আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে মধ্য রাতে। কলাবাগান ক্রীড়া চক্রের সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন আয়োজন করেছে পূ্র্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। রাজধানীর ধানমন্ডিস্থ কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন কলাবাগান ক্রীড়া চক্রের খেলার মাঠে রাত রবিবার ৯টা ২৮ মিনিট থেকে সোমবার রাত আড়াইটা পর্যন্ত উপভোগ করা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। থেকে ৬ সেপ্টেম্বর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

বিজ্ঞানীরা বলছেন, ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮মিনিট ২৫সেকেন্ড থেকে। অর্থাৎ ওই সময় থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে। তার পর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বাংলাদেশ থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১২ টা ১১ মিনিট সেকেন্ড নাগাদ। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

এদিকে গ্রহণের সময়ে সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে। পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে। তার নেপথ্যেও রয়েছে কারণ। চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তা-ই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো- পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

প্রসঙ্গত, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও, এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।