বিভ্রাটের কবলে স্টারলিংক

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক হঠাৎ বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। সংস্থার ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, “স্টারলিংক বর্তমানে সেবা বিপর্যয়ের সম্মুখীন। আমাদের টিম বিষয়টি তদন্ত করছে।” তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর রয়টার্স।
ওয়েবসাইট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে (০৪৩৫ জিএমটি) পর্যন্ত অন্তত ৪৩ হাজার ব্যবহারকারী সেবাবঞ্চিত হয়েছেন।
স্টারলিংক স্পেসএক্সের অধীনে পরিচালিত হয় এবং নিম্ন-কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। এ সেবা মূলত দুর্গম এলাকা ও সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবহৃত হয়।
ঘটনার বিষয়ে মন্তব্য জানাতে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ডিবিটেক/বিএমটি