কয়েক বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি করছে যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র

১৪ সেপ্টেম্বর, ২০২৫  
কয়েক বিলিয়ন ডলারের প্রযুক্তি চুক্তি করছে যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শিগগিরই একটি ঐতিহাসিক প্রযুক্তি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন যুক্তরাজ্য সফরকে ঘিরে এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস। চুক্তির লক্ষ্য দুই দেশের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা, যাতে আটলান্টিকের উভয় প্রান্তের ব্যবসা ও ভোক্তারা উপকৃত হন। খবর রয়টার্স।

এ চুক্তির আলোচনায় এখনো চূড়ান্ত কিছু বিষয় বাকি থাকলেও দূতাবাস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ ও কোয়ান্টাম কম্পিউটিংকে প্রাধান্য দেওয়া হবে। যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বলেন, “এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে আমূল বদলে দেবে।”

ট্রাম্প আগামী মঙ্গলবার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছাবেন এবং তিন দিন অবস্থান করবেন। তার সঙ্গে থাকবেন মার্কিন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা, যেমন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান। একইসঙ্গে ব্ল্যাকরক যুক্তরাজ্যে ডেটা সেন্টারে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলে স্কাই নিউজ জানিয়েছে।

চলতি বছর শুরু থেকে দুই দেশই এআই অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানথ্রপিক ও ওপেনএআই লন্ডনে কার্যক্রম বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাজ্যের ডিপমাইন্ডসহ বেশ কিছু প্রতিষ্ঠান ট্রান্স–আটলান্টিক সহযোগিতায় বিনিয়োগ করছে।

ডিবিটেক/বিএমটি