উল্কাসেমি’র চিপ ব্যবহৃত হবে পোর্টেবল ইমেজ প্রসেসিং ডিভাইসে

৬ সেপ্টেম্বর, ২০২৫  
৬ সেপ্টেম্বর, ২০২৫  
উল্কাসেমি’র চিপ ব্যবহৃত হবে পোর্টেবল ইমেজ প্রসেসিং ডিভাইসে

এবার ত্রিমাত্রিক মেডিকেল ইমেজ প্রসেসিংয়ে সক্ষম চিপস বানাচ্ছে বাংলাদেশের বৈশ্বিক সেমিকন্ডক্ট ব্র্যান্ড উল্কাসেমি। এটি ব্যবহৃত হবে আল্ট্রা সাউন্ড মেশিনে। ‘মিনিয়েচার’ ভার্সনের এই চিপটি স্মার্টফোনে ব্যবহার করেই ত্রিমাত্রিক বা চতুর্মাত্রিক ক্ষেত্রের ছবি দেখে চিকিৎকরা রোগীর রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন উল্কাসেমি সিইও উল্কাসেমি সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান

নিজের লেখা ‘প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের পর তেজগাঁওয়ে নিজের অফিসে আলাপকালে এমনটাই জানান তিনি। বললেন, গত নয় বছর আগে বাংলাদেশে বসেই ছোট ছোট চিপ তৈরির কাজ শুরু করি। এগুলো শতভাগ আমেরিকায় ব্যবহৃত হয়। গত ৯ বছর ধরে আমরা ইন্টেলেচেয়ারম্যান সিইও ওমর এস. ইশরাক এর হেলথটেক প্রতিষ্ঠান মেডট্রনিক এর জন্য চিপ তৈরি করছি। লেটেস্ট যেটি তৈরি করেছি সেটা থ্রি ডাইমেনশনাল মেডিকেল ইমেজিং হবে যেটা আল্ট্রাসাউন্ড মেশিনে ইউজ করা হবে। 

মিনিয়েচার টাইপের এ চিপটি যক্ষ্মা, হৃদরোগ, ফুসফুসের অসুখ, ব্রেস্ট ক্যান্সার সনাক্তে করা যাবে বলে জানান তিনি। জানাগেছে, এটি ৯ বছর আগে তৈরির পর এর হার্ডওয়্যার, বোর্ড, ফার্মওয়্যার ও সফটওয়্যার টেস্ট করার পর ইমেজ প্রসেসিং সেন্সরে সফল হয়েছে। এরই মধ্যে এফডিআই অ্যাপ্রুভাল পেয়েছে। আর এটি পোর্টেবল ডিভাইসে ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সো ইমেজিং। সূত্রমতে, এই ডিভাইসটি শুরুতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ব্যবহৃত হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ওই পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস বাংলাদেশের জন্য এক যুগান্তকারী সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। 

নিয়মিত গবেষণা ও উন্নয়নের ধারাবাহিতায় এবারের ক্ষুদ্রাকৃতির চিপটি শুরুতে আইফোনে ব্যবহার করে চিকিৎসকরা সহজেই ব্যবহার করতে পারবেন বলে জানান এনায়েতুর রহমান। আর এই কাজে সফলতা এলে এটি ‘নিঃসন্দেহে গেইম চেঞ্জার হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন উল্কাসেমি সিইও। তিনি বলেন, এর ফলে মেডিকেল ডায়াগনস্টিকের খরচ কমবে। একই সঙ্গে পোর্টেবল সুবিধার ডিভাইস আনলে গ্রামে-গঞ্জে দ্রুত সেবা দেয়া যাবে। 

তবে বাংলাদেশের বিপুল পরিমাণ প্রকৌশলীরা এই সেমিকন্ডাক্ট তৈরিতে জড়িত থাকলেও ভেন্ডরের পরামর্শে করায় ডিভাইসটির পেটেন্ট থাকছে না উল্কাসেমাইয়ের হাতে।