লেখক হিসেবে আত্মপ্রকাশ উল্কাসেমি সিইও'র

বাংলাদেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর বিশষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তা মোহাম্মাদ এনায়েতুর রহমান। বাংলাদেশেই গড়ে তুলেছেন বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানি উল্কাসেমি।
সেই অভিজ্ঞতা ও এই শিল্পে বাংলাদেশের ভবিষ্যত ভাবনা নিয়ে তিনি লিখেছেন 'প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা' নামের একটি অভিজ্ঞান। বাংলা ভাষায় রচিত এই বইটির মোড়ক উন্মোচন হলো ৫ সেপ্টম্বর, শুক্রবার। এর মাধ্যমেই প্রকৌশলী থেকে লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন মোহাম্মাদ এনায়েতুর রহমান।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে উল্কাসেমি কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রুনাই হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
এসময় মাইক্রোসফটের বাংলাদেশ, ভূটান ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক, উল্কাসেমি চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান, প্রকাশক মোহাম্মদ মাশফিকউল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনলেখকের সহপাঠী, বন্ধু ও পরিবারের সদস্যরাও।
৯৪ পৃষ্ঠার বইটি প্রক করেছে স্টুডেন্ট ওয়েজ। ১১টি অনুচ্ছেদে লেখা বইটির দাম ৩০০ টাকা।
বইটি নিয়ে উল্কাসেমি সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বললেন, বাংলাদেশ দ্রুত রূপান্তরের পথে যাচ্ছে। এক্ষেত্রে বুদ্ধিমত্তা ৫জি এবং আইওটি নির্ভর প্রযুক্তি সূচনা করবে। সেই প্রেক্ষাপটে ভবিষ্যৎ প্রযুক্তির মূল চালিকা শক্তি হতে পারে সেমিকন্ডাক্টর। এক্ষেত্রে দক্ষ জনবল এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে ভাবনা জরুরী। সেই ভাবনা থেকেই এরই মধ্যে আমি ৪০০-৫০০ দক্ষ সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরি করেছি। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানো চ্যালেঞ্জের হলেও কাজটি করছি নিরলস ভাবে।