জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে চান ফারুক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার।
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তার চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতি চালু করা হবে বলে প্রত্যাশা করেন তিনি।
ফারুক হাওলাদার বলেন, 'ব্রেইলের ব্যবস্থা রাখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি ব্রেইল ব্যবহার করে স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি।'
তার ভাষ্য, 'আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে। জাতীয় নির্বাচনেও ব্রেইল পদ্ধতি চালু করা হবে বলে আমার প্রত্যাশা।'
এবারই প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যে ব্রেইল পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করা হয়েছে।
ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম শামীম রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ৩১ শিক্ষার্থীর জন্যে এই পদ্ধতি ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ।
অধ্যাপক শামীম রেজা আরও বলেন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্যে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়৷ তাদের মধ্যে কেউ কেউ এই পদ্ধতি ব্যবহার করে ভোট দিয়েছেন। আবার কেউ কেউ অন্যের সহযোগিতায় নিজের ভোট দিয়েছেন। দুপুর পর্যন্ত ৫ জন ভোট দিয়েছেন।