ওয়েবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং B.Sc, BBA & B.Music এর ফল এই লিংকে পাওয়া যাবে।
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারাদেশে ৩৪২টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট তিন লাখ ৪৩ হাজার ১৪৬ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ১৮ শতাংশ।