ডিজাইন, ফেব্রিকেশন ও সিম্যুলেশনে ৩ বছরে ৫ হাজার জনকে প্রশিক্ষণ দেবে সরকার

ন্যাশনাল সেমিকন্ডাক্টর পলিসি চূড়ান্ত করণের পাশাপাশি বিশ্ববদ্যালয়গুলোর ল্যাবে ফেব্রিকেশন, সিম্যুলেশন ও টেস্টিং সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রেও সুযোগের সাম্য প্রতিষ্ঠায় বুয়েটে স্থাপিত ল্যাব যেন সবগুলো বিশ্ববিদ্যালয় এবং শিল্প গবেষকরা ব্যবহার করতে পারেন সেবিষয়ে জোর দেয়া দেয়া হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধানের আইসিটি ও টিলকম বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।
১৭ জুলাই‘বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিকস সামিট এবং সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’দ্বিতীয় দিনের উদ্বোধনী সেশনে অনলাইনে যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।
ফয়েজ তৈয়্যব বলেন, বুয়েটে সেমিকন্ডাক্টরের ওপর প্রশিক্ষণ দিয়ে এ বিষয়ক দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি ল্যাবগুলো অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য ব্যবাহারের সুযোগ করে দেয়া হবে। এছাড়াও আগামী ৩ বছরের মধ্যো ভিএলএসআই রিলেটেড লে আউট তৈরি ও ফেব্রিকেশন ও সিম্যুলেশনে ৫ হাজারের মতো প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে এই খাতের শিল্পগুলোর ওপর চাপ কমাতে সেমিকন্ডাক্টর টেস্টি ল্যাব ব্যবহারের সুযোগ করে দেয়া হবে। এভাবেই কমন শেয়ারড ফ্যাসিলিটি তৈরি করে আমরা বিদ্যমান সক্ষমতাকে তিন গুণ বাড়াতে চাই। একইভাবে সিম্পোজিয়াম থেকে প্রাপ্ত গাইড লাইনের ওপর ভিত্তি করে সেমিকন্ডাক্টর ও এআই নীতিমালা প্রকাশ করা হবে।