প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি’র সেমিনার অনুষ্ঠিত

ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “National Competency Standard for Engineering in the Context of Accreditation and Credentialing: Australian Practice” শীর্ষক সেমিনার। ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর রমনাস্থ আইইবি’র পুরাতন ভবনের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়ার হেড অব ক্রেডেনশিয়ালস ড. জুবায়ের সাইয়েদ। তিনি অস্ট্রেলিয়ায় প্রকৌশল শিক্ষার স্বীকৃতি ও দক্ষতা যাচাই প্রক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, দক্ষতাভিত্তিক মানদণ্ড প্রকৌশলীদের আন্তর্জাতিক স্বীকৃতি, পেশাগত উন্নয়ন ও বৈশ্বিক কর্মসংস্থানের জন্য অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি’র সম্মানিত পদাধিকারী, ঢাকা সেন্টারের কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের প্রতিনিধি, বোর্ড সদস্য, কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল, সেক্টরাল কমিটি ও বিএইটি’র মূল্যায়ন টিমসহ দেশের বিশিষ্ট প্রকৌশলী, শিক্ষাবিদ ও শিল্পখাতের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রকৌশল শিক্ষাকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। এজন্য প্রয়োজন শক্তিশালী স্বীকৃতি কাঠামো, একাডেমিক ও শিল্পখাতের কার্যকর সমন্বয় এবং আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষতা উন্নয়ন।
সেমিনারের শেষ পর্যায়ে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বাংলাদেশে দক্ষতাভিত্তিক মানদণ্ড বাস্তবায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে মতামত বিনিময় করেন।
আয়োজক সংস্থা বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটি) জানায়, এ ধরনের সেমিনার প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।