২০২৪ সালে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স হারিয়েছে বাংলাদেশ?

বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রতিবছর বিশাল অঙ্কের অর্থ ক্ষতির শিকার হচ্ছে দেশ। শুধু ২০২৪ সালেই বিভিন্ন অতিরিক্ত ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে প্রায় ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা অপচয় হয়েছে। এই অঙ্ক দেশের বার্ষিক বাজেটের প্রায় ২ দশমিক ০২৫ শতাংশ এবং জিডিপির ০ দশমিক ৩৩ শতাংশের সমান।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৬ সেপ্টেম্বর, শনিবার এই দাবি করেছে আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ না’লা (NALA)। তমা রশিদের সঞ্চালনায় প্রতিষ্ঠানটি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে না’লা বাংলাদেশে কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ‘না’লা বাংলাদেশ’-এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার মধ্যে এক দশমিক ৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২ দশমিক শূন্য ২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশের সমান।
‘প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান পরিবারের জীবিকা ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। কিন্তু লুকানো চার্জ ও অতিরিক্ত খরচের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। প্রবাসীদের প্রতিটি টাকাই যেন নিরাপদে, দ্রুত এবং বিনা খরচে দেশে পৌঁছায়, সেটিই আমাদের প্রতিশ্রুতি’ -যোগ করেন তিনি।