সাইবার এ্যাটাকের ফাঁদে ডাকসু প্রার্থীদের ফেসবুক একাউন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ৮ সেপ্টেম্বর, সোমাবার দুপুরে দিকে ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে পোস্ট করে ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদও একই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়’
এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন। তবে বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে আবিদ বলেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্টটি মেটার রিভিউ থেকে ফিরে এলেও এখন আমার নির্বাচনের ওয়েবসাইট voteforabid.com যেখানে আমার নির্বাচনের অনলাইন ইশতেহার রয়েছে, সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে।
কারা কি কারণে এমন অপকাণ্ড ঘটাচ্ছে, সে ব্যাপারে দুই প্যানেলের কোনো সদস্য কিছু বলতে পারেননি। তবে তাদের আশঙ্কা ডাকসু নির্বাচন বানচাল বা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে কোনো একটি চক্র এ ধরনের অপকর্ম করছে।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।