বাংলাদেশে গুগল ক্লাউড সেবা দিচ্ছে রেডিংটন

২১ জুন, ২০২৫  
২১ জুন, ২০২৫  
বাংলাদেশে গুগল ক্লাউড সেবা দিচ্ছে  রেডিংটন

বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য গুগল ওয়ার্কস্পেস, গুগল ক্লাউড এআই ও ডাটা ক্লাউডের মতো আধুনিক প্রযুক্তি সেবা দিচ্ছে প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড। গুগল ওয়ার্কস্পেস এর মধ্যে রয়েছে জিমেইল, গুগল মিট, ড্রাইভ, ডকস ও শিটসের মতো জনপ্রিয় টুল। এই টুলগুলোতে গুগলের নিজস্ব এআই প্রযুক্তি যুক্ত থাকায় এগুলো এখন আরও বুদ্ধিমান ও দক্ষ হয়ে উঠেছে।

এই উদ্ভাবনী সমাধানগুলো ব্যবসায়ীদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে জানিয়েছেন রেডিংটন লিমিটেডের সিইও রামেশ নাটরাজন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের ব্যবসাগুলো এখন ডিজিটাল রূপান্তরের পথে। আমরা চাই এই পরিবর্তনটা সহজ ও কার্যকর হোক। গুগল ক্লাউডের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের ক্লাউড ও এআই প্রযুক্তিকে দেশের ব্যবসাগুলোর হাতের নাগালে এনে দিয়েছি।’