এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: সিলেটের ২০ শিক্ষার্থী পরের রাউন্ডে

সিলেট বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ জুলাই , শনিবার অনুষ্ঠিত হলো এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাইপর্ব। এতে দুই গ্রুপে ২০ জন শিক্ষার্থী পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে সকাল নয়টায় নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত।
সারা দেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষে আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। নির্বাচিত শীর্ষ ৩০জন প্রতিযোগী এই পর্বে অংশ নেবেন।
ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শেষে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
সংগঠক কালাম জুবায়ের নিশাদ বলেন, ‘‘এই আয়োজনে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৫০ জন অংশ নেন। ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট থেকে বাছাইকৃত ২০জন ২য় রাউন্ডে ঢাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’
সিলেট বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন- এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জনসংযোগ পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেটের সংগঠক ফুজায়েল আহমদ।
আয়োজন শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও মেডেল দেওয়া হয়।