ওয়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল

২৬ জুন, ২০২৫  
২৬ জুন, ২০২৫  
ওয়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এবং মুঠোফোনে হটলেইন মেসেজে প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল। বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে ২৬ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ফলাফল প্রকাশ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। দুপুরে এই ঘোষণা দেয়ার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটটিতে প্রবেশ করতে ভোগান্তির শিকার হচ্ছেন ফলপ্রার্থীরা।  Admission result 2025  ওয়েবসাইটে ভিজিট করতে গেলেই সেখানে দেখাচ্ছে “This site can’t be reached”। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষার্থী বা তাদের অভিভাকরা ওয়েব থেকে ফল পেতে সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারছেন না।

একইভাবে মোবাইল ফোনে এসএমএস পঠিয়ে ফিরতি বার্তায় ফল জানার ক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠানোর পর ফলাফলের জন্য বেশ কিছু সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

এর আগে ফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ ভাগ পরীক্ষার্থী পঞ্চাশের ওপর নম্বর পেয়েছে। আর ৬৬.৭২ ভাগ শিক্ষার্থী পঞ্চাশের নিচে নম্বর পেয়েছে।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে।

উপাচার্য আরও বলেন, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হত। যাতে অনেকেই বলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দশ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।