আইজিডব্লিউ-কে এটুপি দিলে বিটিআরসির আয় বাড়বে ৮ গুণ

২৫ মে, ২০২৫  
২৫ মে, ২০২৫  
আইজিডব্লিউ-কে এটুপি দিলে বিটিআরসির আয় বাড়বে ৮ গুণ

বর্তমান আইএলডিটিএস পলিসি ও লাসেন্সিং গাইডলাইনের ব্যত্যয় ঘটিয়ে গড়ে প্রতিমাসে ৩ কোটির অধিক আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস বাংলাদেশে প্রবেশ করে। এতে প্রতিমাসে ২৪ লক্ষাধিক ডলার আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশ। একইভাবে মোবাইল অপারেটরদের এসএমএস সেবার কারণে প্রতিবছর ৩০ লাখ ডলার হারাচ্ছে সরকার। এই পলিসির সুফল হিসেবে এরইমধ্যে বিটিআরসির আয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা। পলিসিটি যথাযথ ভাবে বাস্তবায়ন করে বিটিআরসির মোট মাসিক আয় দাঁড়াবে ১২ লাখ ৫ হাজার মার্কিন ডলারে।

রবিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) শিল্পের চ্যলেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালাায় ইন্টারন্যাশনাল গেইটওয়ে প্রতিষ্ঠানগুলোর (আইজিডব্লিউ) কি ভাবে কাজ করে, সরকারের সঙ্গে কতটা রেভিনিউ শেয়ার করে ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

টিআরএনবি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। টিআরএনবি'র সভাপতি সমীর কুমার দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয়, ৭টি আইওএস ৯শ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়। বিটিআরসির পূর্বে ২৩ কোম্পাির বকেয়ার ১৮ শ' কোটি টাকা পরিশোধের পর আইওএফ টপোলজি ব্যাংক গ্যারান্টি পদ্ধতি চালু করে। ২০১৫ সালে আইওএফ বাস্তবায়নের মাধ্যমে গত এপ্রিল পর্যন্ত সরকারি কোষাগারে ৫  হাজার ৬০৭ কোটি টাকা পরিশোধ করেছে।

কিন্তু আন্তর্জাতিক ভয়েস কল ওটিটিতে যাওয়ায় মাসিক কল ১০০ মিলিয়ন মিনিটের পরিবর্তে ১২-১৩ মিলিয়ন মিনিটে নেমে এসেছে। অথচ আন্তর্জাতিক এসএমএস সেবা মোবাইল অপারেটরদের দিয়ে বেহাত হচ্ছে প্রত্যশিত বৈদেশিক মুদ্রা আয়। অথচ আইওএফকে কার্যকর করলে বিটিআরসির আয় বাড়বে ৮ গুণ। সরকারের আয় হবে ২০০ কোটি টাকা। কিন্তু বর্তমানে এই কাজটি বহুজাতিক মোবাইল কোম্পানির এক্সক্লুসিভ চুক্তির অধীনে অফসোর কোম্পানির মাধ্যমে করায় দেশ এই আয় থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)

কর্মশালায় এসব তথ্য তুলে ধরে আইওএফ চিফ অপারেটিং অফিার মুশফিক মঞ্জুর বলেন, নতুন লাইসেন্সিং টপোলজিতে বিদেশী স্বার্থের পক্ষে জাতীয় স্বার্থকে বলি দেওয়া হচ্ছে। একইসঙ্গে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা। 

২০০৮ সালে অবৈধ ভিওআইপি এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি রোধে নতুন টপোলজিতে আইজিডব্লিউ ও আইসিএক্স এর সংযোজন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ ছিলো উল্লেখ করে তিনি জানান, বর্তমানে মোবাইল অপারেট থেকে বিটিআরসি মাসে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ইউএসডি আয় করতে পারে। বিপরীতে আইজিডব্লিউ এর মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস পরিচালনা করা হলে ৪০ শতাংশ রেভিনিউ শেয়ার বাবদ বিটিআরসি পাবে ৯ লাখ ৬০ হাজার ইউএসডি। আইসিএক্স ও মোবাইল অপারেটর থেকে রেভিনিউ শেয়ার বাবদ আয় হবে আরো ২ লাখ ৪৫ হাজার ইউএসডি। 

আইওএফ সভাপতি আসিফ সিরাজ রাব্বানী, সহ সভাপতি আব্দুস সালাম,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খুরশীদ আলম (অব:), প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলা টেল, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হান্নান (অবঃ), প্রধান নির্বাহী কর্মকর্তা, মীর টেলিকম লিমিটেড এবং নভোটেল ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রশিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।