গুগল এআই মোডে যুক্ত হলো নতুন ভাষা

গুগল তাদের সার্চে সংযুক্ত এআই মোডে প্রথমবারের মতো ইংরেজির বাইরে হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান এবং ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষার সমর্থন চালু করেছে। খবর এনগ্যাজেট।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে এবং পরে যুক্তরাজ্য ও ভারতে সার্চে এআই মোড উন্মুক্ত করার পর গুগল দ্রুতই এর বিস্তার ঘটিয়েছে। জুলাইয়ে এতে জেমিনি ২.৫ প্রো মডেল এবং ডিপ সার্চ যুক্ত হয়। বর্তমানে এটি ১৮০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।
গুগলের সার্চ প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট হেমা বুদারাজু এক ব্লগপোস্টে লিখেছেন, শুধু অনুবাদ নয়, স্থানীয় তথ্যের সূক্ষ্ম বোঝাপড়া জরুরি। গুগলের কাস্টমাইজড জেমিনি ২.৫ এআই সার্চকে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক ও কার্যকর করছে।
যদিও গুগল দাবি করছে এআই ওভারভিউ চালুর পরও ওয়েবসাইটে ট্রাফিক স্থিতিশীল, আদালতে জমা দেওয়া এক নথিতে তারা স্বীকার করেছে যে উন্মুক্ত ওয়েব দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি