ডেল ছাড়ছেন সিএফও ইয়ভন ম্যাকগিল

ডেল টেকনোলজিস জানিয়েছে, দীর্ঘ তিন দশক কোম্পানিতে থাকার পর এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়ভন ম্যাকগিল ৯ সেপ্টেম্বর থেকে পদত্যাগ করছেন। তিনি ৩১ অক্টোবর পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্স।
অস্থায়ীভাবে সিএফওর দায়িত্ব পালন করবেন ডেভিড কেনেডি, যিনি ডেলে ২৭ বছর ধরে আছেন এবং বর্তমানে গ্লোবাল বিজনেস অপারেশন্স ফাইন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
কোম্পানিটি জানিয়েছে, ম্যাকগিলের পদত্যাগ কোনো আর্থিক বিবরণী, নীতি বা কার্যক্রম নিয়ে মতবিরোধের কারণে নয়। খবরের পর ডেলের শেয়ার বাজার-পরবর্তী লেনদেনে ১.৮% কমে যায়।
তবে প্রতিষ্ঠানটি গত মাসে ঘোষিত তৃতীয় ত্রৈমাসিক ও পুরো বছরের পূর্বাভাস পুনরায় নিশ্চিত করেছে।
ডিবিটেক/বিএমটি