‘বিক্লাউড’ চালু করলো বাংলালিংক

বিশ্বমানের এন্টারপ্রাইজ ক্লাউড সল্যুশন নিশ্চিত করার লক্ষ্যে নতুন ক্লাউড সেবা ব্র্যান্ড ‘বিক্লাউড’ চালু করলো মোবাইল অপারেটর বাংলালিংক। বুধবার রাজধানীর গুলশান ১-এ অবস্থিত বাংলালিংক টাইগারস ডেনে এক উদ্বোধনী অনুষ্ঠানে এ সেবা চালু করা হয়।
অনুষ্ঠানেবাংলালিংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসেও ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো, বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলালিংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “প্রতিটি উদ্ভাবনে গ্রাহকদের কেন্দ্রে রাখাই বাংলালিংকের মূলনীতি। একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি, আমরা দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির চাহিদা পূরণ করবে এমন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন নিয়ে আসার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই সক্ষম করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বি-ক্লাউড সেবা চালু করতে ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রদানকারী ফাইবার অ্যাট হোমের সহযোগী প্রতিষ্ঠান পিকো পাবলিক ক্লাউডের সাথে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে বাংলালিংক। এই অংশীদারিত্বের মাধ্যমে কম্পিউটিং, স্টোরেজ, ব্যাকআপ ও রিকভারি, নেটওয়ার্কিং এবং সাইবারসিকিউরিটি সল্যুশন সহ পরবর্তী প্রজন্মের উপযোগী ক্লাউড সেবার ক্ষেত্রে নিজেদের আইসিটি সক্ষমতা বিস্তৃত হবে।