নিবন্ধিত সিমের সংখ্যা কমে নামছে ১০ -এ

২৪ মে, ২০২৫  
২৪ মে, ২০২৫  
নিবন্ধিত সিমের সংখ্যা কমে নামছে ১০ -এ

একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিমেন সংখ্যা ৫টি কমিয়ে ১০টিতে নামিয়ে এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। দেশের নিরাপত্তার স্বার্থে বৈশ্বিক অনুশীলনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানাগেছে।

বিটিআরসি সূত্রে প্রকাশ, যেসব গ্রাহকের একই অপারেটরের ১৫টি সিম রয়েছে তারা গড়ে ৬টির বেশি সিম একই সময়ে চালু রাখে না। ১০টির বেশি সিম রয়েছে এমন সংখ্যা মোট সিম ব্যবহারকারীর মাত্র ৩ দশমিক ৪৫ ভাগ।

এই সিদ্ধান্তের ফলে অসাধু রিটেইলারদের অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য রেখে অতিরিক্ত সিম নিবন্ধনের ঘটনাও কমে আসবে  বলর মনে করে নিয়ন্ত্রণ সংস্থা।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে একটি এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম কেনার সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। এরপর ২০২২ সালের অক্টোবরে ১৫টির বেশি সিম থাকলে গ্রাহকরা যেন তাদের পছন্দের সিম নাম্বার রেখে ১৫টির অতিরিক্ত সিম ডিরেজিস্টার করার বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি। এরপর বিটিআরসি লটারি করে ১৫টির বেশি সিম থাকলে তা বন্ধ করে দেয়।