৬৬তম আইএমওতে তিন ব্রোঞ্জ সহ বাংলাদেশ দলের ৬ জনই পুরস্কৃত

গণিতের ৬৬তম বিশ্ব আসরে এবার ৩টি ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) এই আসরে দলীয়ভাবে অংশ নেয়া ছয়জন প্রতিযোগীই পুরস্কার জিতেছেন। ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ এবার পেয়েছে মোট ১১৩ নম্বর।
বিজয়ীদের মধ্যে ২৪ নম্বর পেয়ে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, ২২ নম্বর পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী এবং ২১ নম্বর পেয়ে ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান ব্রোঞ্জপদক পেয়েছে।
এ ছাড়া রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন (১৮ নম্বর ), ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (১৫ নম্বর ) এবং চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (১৩ নম্বর) পেয়ে অর্জন করেছেন সম্মানজনক স্বীকৃতি।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ১৮ জুলাই, শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কুইন্সল্যান্ডের সানসাইন কোস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জুরি বৈঠকের ফল অনুযায়ী বাংলাদেশ এই স্বীকৃতি পায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের দলনেতা ও উপদলনেতা এই বৈঠকে অংশ নেয়। এই জুরি মিটিং থেকে নির্ধারণ করা হয় মোট ৪২ নম্বরের মধ্যে এ বছর যারা ৩৫ নম্বরের ওপরে পেয়েছে তাদের স্বর্ণপদক, ২৮ নম্বরের ওপরে রৌপ্যপদক এবং ১৯ নম্বরের ওপরে ব্রোঞ্জপদক দেওয়া হবে।
এর আগে ১৫ ও ১৬ জুলাই জ্যামিতি, কম্বিনেটরিক্স, নাম্বার থিওরি ও বীজগণিতের মোট ৬টি সমাধান করতে হয় প্রতিযোগীদের। প্রতিদিন তিনটি সমাধানের জন্য সাড়ে চার ঘণ্টা করে মোট ৯ ঘণ্টা সময় দেওয়া হয় তাদের। বাংলাদেশ গণিত দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল আলম মজুমদার।
এবারসহ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।