শেষ হলো আইসিবিসি এক্সপো ২০২৫

২৪ মে, ২০২৫  
২৫ মে, ২০২৫  
শেষ হলো আইসিবিসি এক্সপো ২০২৫

টেলিভিশন থেকে আইপিটিভি; সেটটপ বক্স হয়ে ওটিটি। মিডিয়া খাতের সর্বশেষ প্রযুক্তির সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে শনিবার পর্দা নামলো দেশের প্রথম আান্তর্জাতিক  আইসিবিসি এক্সপো ২০২৫। দেশের ব্রডকাস্টিং শিল্পে প্রযুক্তির এই মহামিলনে এবার অংশ নিয়েছেন ভারত, ভিয়েতনাম এবং চীনসহ আরো কয়েকটি দেশের ব্রডকাসস্ট ও টেলিকম প্রকৌশলীরা।

 ডিজিটাল কমিউনিকেশনের সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট ক্যাবল সল্যুশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে সাজানো হয় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পশ্চিম মুখো অস্থায়ী টেন্ট হল। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা, ক্যাবল অপারেটর, ওটিটি সল্যুশন দাতা, সফটওয়্যার সেবাদাতাদেরা অংশ নেয় এই সম্মেলনে। 

শনিবার সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)  আয়োজিত তিনদিন ব্যাপী এই উৎসব। উৎসবে অংশগ্রহণকারীরা জানান, এর আগে এ ধরনের প্রযুক্তির অভিজ্ঞতা নিতে ভারতের পশ্চিম বঙ্গ ও চীনে যেতে হতো তাদের। তবে এবার দেশেই সেই স্বাদ পেলেন তারা। বড় মার্কেট প্লেয়ারদের সঙ্গে সম্প্রচার ও নেটওয়ার্কিংয়ের ভবিষ্যত প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারলেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্যাবল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। 

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে জানাগেছে, মেলায় বেশ কিছু বিটুবি বৈঠক হয়েছে। মিলেছে সম্ভাব্য ম্যাচমেকিংয়ের আভাস। অপরদিকে টেলিভিশন ব্রডকাস্টাররা মনে করছেন, এই মেলা থেকে টিআরপি’র একটি স্বচ্ছ ধারণা তৈরিতে নতুন মাইলফলক রচনার পথ উন্মুক্ত হবে।