এআই এর সাথে মানবসম্পদের সমন্বয় প্রত্যাশা

২২ মে, ২০২৫  
২২ মে, ২০২৫  
এআই এর সাথে মানবসম্পদের সমন্বয় প্রত্যাশা

কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং মানব সম্পদের সঠিক সমন্বয়ের ‍ওপর গুরুত্বারোপ করলেন খাত সংশ্লিষ্টরা। তাদের অভিমত, পেশাদারিত্বের দক্ষতা উন্নয়নে এআই ব্যবহার করতে হবে। প্রম্পট লেখায় পারদর্শী হতে হবে। একই সঙ্গে এআই এজেন্ট নিয়েও গবেষণা ও উন্নয়নে মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। তারা মনে করেন, এআই ব্যবহার মানে এর দাসে পরিণত হওয়া নয়। বরং এটিকে দাসে পরিণত করতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এআই ব্যবহার করতে গিয়ে ব্যক্তিকে এর আবর্তে তলিয়ে যাওয়া যাবে না। নিজেই ব্যবহৃত হওয়া যাবে না।   

ইন্টারন্যাশনাল এইচআর ডে ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর বেগম রোকেয়া স্বরনীতে অবস্থিত স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর প্রধান কার্যালয়ে ২০ মে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে এমন অভিব্যক্তিই তুলে ধরেন বক্তারা। 'হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার' শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় কোম্পানির শতাধিক প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের প্রধানসহ অন্যান্য মানব সম্পদ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

'এইচআর ক্লাব বাংলাদেশ' এবং করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন স্মার্ট এর হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর--সানি। এতে বক্তব্য রাখেন স্মার্ট এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আকিজ বশির গ্রুপ এর এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, পার্টেক্স গ্রুপ এর সাবেক সিইও কেএম আলি, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এর গ্রুপ চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, ব্রাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, নাজমুন রহিম, হুয়াওয়ে, সাউথ এশিয়া এইচআর এর সিনিয়র ম্যানেজার ফারা নেওয়াজ এবং ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসাল্টেন্সির চীফ ইন্সপায়রেশনাল অফিসার গোলাম সামদানি ডন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইচআর ক্লাবের প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা, এবি ব্যাংক লিমিটেড।